Ohona Song Lyrics Bangla

Ohona Bangla Song
Song: Ohona

Album: Tarar Mela
Band: Subconscious
Lyrics:
অহনা একটু কথা কহো না..
অহনা পেছন ফিরে চাহো না..
অহনা একটু কথা কহো না..
অহনা পেছন ফিরে চাহো না..
প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার,
দুচোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার।
রাত্রে বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি,
তোমায় কিভাবে পাব আমি।
তোমার চোখেতে হারিয়ে যায় আমার এই মন,
ঘন কালো চুল দেখে পাগল যে আমি এখন।
হৃদয়ের কথা আমি বলি কারে,
আসো না কাছে আমি শুধু ভালবাসি যারে।
অহনা একটু কথা কহো না..
অহনা পেছন ফিরে চাহো না..
অহনা একটু তুমি হাসো না..
অহনা কেনো ভালবাসো না..
সামনে দিয়ে যখন তুমি হেঁটে যাও,
হৃদয়ের মাঝে আমার ঝড় যে উঠাও।
প্রেমে পড়ে আমার কিযে হলো,
পাগল হলাম আমি আগে ছিলাম ভালো।
স্যারের কথা কিছুই আমার মাথায় ঢোকে না,
একদিন তোমায় না দেখে থাকতে পারি না।
নীল জোছনায় শোনাবো গান তোমায়,
শুধু তুমি ভালবাসো যে আমায়।
অহনা একটু কথা কহো না..
অহনা পেছন ফিরে চাহো না..
অহনা একটু তুমি হাসো না..
অহনা কেনো ভালবাসো না..
অনেক দিন হলো তুমি কলেজে আসো না,
মনের মাঝে তাই সুর বাজে না।
কোথায় হারালে আমার মনের রানী,
আমি হবো যে তোমার জীবনের ক্ষণী।
অহনা ক্যান্টিনে আসো না..
অহনা একটু কাছে বসো না..
অহনা কেনো ভালবাসো না..
অহনা কিছু ভালো লাগে না..
অহনা একটু কথা কহো না..
অহনা পেছন ফিরে চাহো না..
অহনা একটু তুমি হাসো না..
অহনা কেনো ভালবাসো না..
অহনা কেনো ফোন করো না..
অহনা কেনো ক্লাসে আসো না..
অহনা নোট কি তোমার লাগবে না..
অহনা বেইলি রোডে চলো না..
অহনা.......
📌 Disclaimer:
এই লিরিক্সটি কপিরাইটের আওতাভুক্ত হতে পারে। এটি শুধুমাত্র শিক্ষামূলক ও রেফারেন্স উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। সকল স্বত্ব সংশ্লিষ্ট স্বত্বাধিকারীর।
Comments
Post a Comment